ভোরের সূর্যোদয়
হরিৎ বন্দ্যোপাধ্যায়
তোমাকে ঘিরে থাকুক তোমার ছেলে মেয়ে
ছড়িয়ে যাক না ডালপালা আরও বহুদূর
আমার তো দরকার দুটো চোখ ------
আমার বাঁশের ঘরে বাঁশি বাজায়
তোমাকে ঘিরে থাকুক তোমার রান্নাঘর
সারাদিন ধরে তুমি শিল্পে ব্যস্ত থাকো
আমার তো দরকার একটু হাওয়া ------
আমার জানলায় ছবি আঁকে
তোমাকে ডেকে নিয়ে যাক যেকোনো দরকার
অকারণে অসময়ে
দিনান্তে একবার শুধু পাহাড়ে উঠো
যেখান থেকে তোমাকে ছাতা মনে হয়
সারাদিন তুমি কোলাহলে থাকো
প্রশ্নোত্তরের বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধা শরীর
একবার তুমি নির্জনে ভেসে এসে হেসো -------
আমার কাছে ভোরের সূর্যোদয়
একটি মন্তব্য পোস্ট করুন