গৌরাঙ্গদা

গোপাল বাইন

জীবনে যে কজন ভালোমানুষ দেখেছি,বলতে দ্বিধা নেই গৌরাঙ্গদা তাদের মধ্যে অন্যতমম।খুব বেশি দিনের পরিচয় নয় তবু ভালোবেসে ঘনিষ্ঠ করে নিয়েছিলেন।এমন মিষ্ট ব্যবহার,এমন সহৃদয় আন্তরিক কথোপকথন গৌরাঙ্গদাকে কখনইই দূরের কেউ মনে হোত না।আসলে কবিতাপাক্ষিকের সঙ্গে যারা যুক্ত তারা ওঁর আপনজন।বারবার বহরমপুরে আসার কথা বলতেন,আমাদের ঘাসমাঠের নিত্য আড্ডায় যোগ দেবার বাসনা ব্যক্ত করতেন।কবিতাপাক্ষিকে গৌরাঙ্গদার ধারাবাহিক ভ্রমণকথা রবীন্দ্রসরণি নিয়মিত পড়তাম।মনে হোত রবীন্দ্রনাথের সঙ্গে গৌরাঙ্গদাও বিশ্বভ্রমণে বেরিয়েছেন।

ভ্রমণরসিক রবীন্দ্রনাথের মনের ভিতর গৌরাঙ্গদা প্রবেশ করেছিলেন।তাঁর কবিতাও আমাকে টানে।নিজস্ব একটা দেখার ভঙ্গি ছিল।সরস চোখে দেখতেন।কুণ্ঠাহীন অন্যের প্রশংসা করতে পিছপা হতেন না।কবিতাপাক্ষিকের যুগলপুরুষ নাসের হোসেন এবং গৌরাঙ্গ মিত্র কারুর মধ্যে খারাপ কিছু দেখতেন না-দুজনের চোখে সবই সুন্দর হয়ে   উঠতো।আমাদের দুর্ভাগ্য এমন দুজন প্রিয় মানুষকে অল্পদিনের ব্যবধানে হারালাম।এ অপূরণীয় ক্ষতি কোনোদিন পূরণ হবার নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন