হাইফেন কলোনিতে সেমিকোলনের হইহল্লা
সুশীল হাটুই

কমা ফুটকির বোন,
কমা-র ১ টা আতরের শিশি আছে,
সেই শিশি থেকে সারাদিন টিউলিপের গান
ভেসে আসে।

দূরত্বের গর্ভে ড্যাশের জন্ম,
এই ড্যাশ ২ টো বিউটিস্পট আর ৩০টা
ভ্রমরের মালিক।

বিষ্ময়চিহ্ন ব্লু-মুনের ১ নং ফ্যান,
তার জন্মরহস্য জানা যায় না, তার ৩ টে
মাউথঅর্গান আর ১ টা ১ তারা
আছে।

পূর্ণচ্ছেদ পূর্ণ সূর্যগ্রহণের দিন সানগ্লাস
কেনে, এখন তার সানগ্লাসের সংখ্যা
১২২ x ১২১।

এলিপসিস গুঞ্জরন কেনা-বেচা করে,
তার ক্যাপিটাল ৩০০ ফুলের শীৎকার।

নদী ঢেউ বলছেন,
হাইফেন-এর ৪৭ টা মোমবাতি
২১৪ টা জোনাকি ১২২ টা কটাক্ষ আর
৪২০ টা কত্থকমুদ্রা আছে।

সেমিকোলন-এর কিছু নেই,
তাই সে হাইফেন কলোনিতে শুরু করেছে
হইহল্লা।

এই হল্লা থেকেই জন্ম নেবে ঝিঁঝিপোকার
গণসংগীত। 


Post a Comment

নবীনতর পূর্বতন