১০টি চতুষ্পদী(সিরিজ)

প্রভাত চৌধুরী

১.
না , কোনো প্রাণী নয় , প্রাণ আছে
এমন কবিতার লাইনগুলির নাম পদ
আমরা ' পদ ' থেকে যেতে পারি  'পদাবলি' -তে
যেতে পারি পদান্তরে কিংবা পদান্তরীকরণে

23. 11 . 2020 ♢ 18 : 10

২.
এসো পদান্তরে যাই , নীতি থেকে হেঁটে যাই
নৈতিকের দিকে ,  গাছের নীচের ' নী ' থেকে
তিলোত্তমা উঠে আসবে , সেই ' তি ' যুক্ত হবে, 
হলে তৈরি হবে 'নীতি ', আমি তৈরি আছি

23 .11 . 2020 ♢ 18 :18

৩.
' মোগল ' এই বিশেষ্যটি প্রস্তুত হয়
' মোগলাই ' , পরোটা হলে এটি সুস্বাদু
পরোটাটি মোগলাই না হলে যেতে হবে কীর্ণাহার
তারপরেই  পরোটা ,একটি  পটে-আঁকা গ্রাম

23 . 11 . 2020 ♢ 18 : 24

৪.
'দরিদ্র' এই বিশেষণ থেকে ' দারিদ্র্য ' বিশেষ্যটি
এসে উপস্থিত হলে নীরক্ষরতা দূরীকরণ
সম্ভব এটা মেনে নিচ্ছি না
বিপদভঞ্জন কী বলছেন , শোনা দরকার

23 . 11 . 2020 ♢ 18 :18

৫.
আকাশ থেকে সংগ্রহ করা রংটির
আমরা নামকরণ করেছি আকাশি
এটিও পদান্তর , একে কিছুতেই দ্বীপান্তর বলা যাবে
না , আকাশের জল হল মেঘ, যা উড়তে সক্ষম


23 . 11. 2020 ♢ 21 : 12

৬.
চুম্বনের সঙ্গে গগনচুম্বী-র কোনো সুসম্পর্ক নেই
এখন দুর্ভাবনার বিষয় হল আকাশদীপ
যদি আকাশ থেকে উধাও হয়ে যায় তাহলে
দীপাবলি-র দীর্ঘ-ছায়া বড়ো একা হয়ে যাবে

23 . 11. 2020 ♢ 19 : 40

৭.
কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের মাঝামাঝি একটি
শপিংমলে বসে থাকেন সপ্তমী তিথিটি
তার খুব কাছাকাছি দ্যাখা যায় সপ্তর্ষিমণ্ডল
কিছু দূরে একটি আত্মমগ্ন সমদ্বিবাহু ত্রিভুজ

23 . 11 . 2020 ♢ 19 : 51

৮.
একজন বোদ্ধার পাশাপাশি একজন যোদ্ধার
প্রয়োজন কতটুকু তা কিন্তু
কৌটিল্যশাস্ত্রে লেখা নেই , লেখা নেই আখ্যানঞ্জুরীতে
যাবতীয় লেখালেখি জাবেদাখাতায়

23 . 11 . 2020 ♢ 20 :04

৯.
ঠিক ১৫ রকম দ্যাখার মধ্যে একটি হল সাক্ষাৎ
আর সেই সাক্ষাৎ থেকেই সাক্ষাৎকার
আবার দর্শন করা অর্থে রথ দেখতে পারি
কিন্তু কলা-বেচার জন্য রথ দ্যাখা অত্যাবশ্যক নয়

23 . 11 . 2020 ♢20 : 10

১০.
নীলকুঠি-র ত্রিসীমানায় কোনো নীলগাই দেখতে
পাওয়া যাবে না , এটা বলে দিতে পারে নীলের
গামলায় পড়ে যাওয়া সেই ধূর্ত শৃগালটি , কতকাল
ব্লু ফক্সে যাওয়া হয়নি , পার্ক স্ট্রিটের ব্লু ফক্সে

23 . 11. 2020 ♢ 20 : 16

Post a Comment

নবীনতর পূর্বতন