পুণঃ মূষিক ভব
সন্তোষ দাস
ফ্রি-সাইজ কমোডে বসে যে-যার মতো চিন্তা করে যাই
আমাদের চিন্তাভাবনায় ঢুকে পড়ে
কানা-বেগুনের চাহিদা থেকে ডোকলা খদ্দেরের জীবনবৃত্তান্ত
আদা-ব্যাপারীর লভ্যাংশ থেকে যুদ্ধজাহাজের ক্রয়মূল্য।
আমরা ক্রমাগত বেড়ে চলেছি---
আগা এবং গোড়া দুদিকেই বেড়ে চলেছি ধানরঙের মতো
তবে কর্মযজ্ঞ সম্পাদনের পর প্রত্যেকের স্মরণে আসে---
পুণরায় আমরা ফিরে এসেছি জন্মমুহূর্তের বেশভূষায়।
একটি মন্তব্য পোস্ট করুন