বর্ণময় চালচলন
তমাল মুখোপাধ্যায়
রং শব্দটি লিখলেই
তার বন্ধু হিসেবে বে-রঙকে
ডেকে আনতে হবে
এ-ধরনের বেবাক দিব্যদৃষ্টি নস্যাৎ।
পাঁজির পা ঝাড়া
কৌমুদীর প্রতিতুলনাগুলি বিশ্রাম নিক
ইনটেনসিভ কেয়ারে
আমরা বরং একটু দেখে নিই
একটি অস্থায়ী অজীব চেয়ারের সমারসল্টিং
লক্ষ্য থাকুক আমরা চলন-গমনে দৃকপাত করব না
দোলন শব্দটি তো বরাবরের জন্য নিষিদ্ধ
এইবার কোলোনোস্কোপিতে যদি উঠে আসে
রং শব্দটির পেট সত্যিই পাতলা
তাকে আমরা একটা মাল্টিপারপাস স্ক্রু-ড্রাইভার দেখাতেই পারি
ফিটিং শব্দটির পর যদি সেটিং বসাতেই হয়
তবে টেবিলের অর্ধচন্দ্র দাও
টেবিলের নিচের ঘুলঘুলাইয়া দেখিও না...
একটি মন্তব্য পোস্ট করুন