পরিচয়

কৃষ্ণেন্দু দাসঠাকুর

সামনে সপ্তাহে দীর্ঘ চাকুরী জীবনের অবসর।স্কুলের বাকি শিক্ষক-শিক্ষিকারা বয়সে বেশ ছোট, ওদের মধ্যে সিনিয়র তপোব্রত মাইতি আপাতত স্কুল চালাবেন। কাজ বুঝে নিচ্ছেন।দুজনেরই চোখ ঝাপসা হয়ে আসছে। অন্যান্যদেরও কমবেশি একই অবস্থা। স্কুল থেকে অফিস--- ব্রাহ্মণডিহি এলাকায় দায়িত্ববান, কর্মঠ শিক্ষক হিসাবে বেশ সুনাম ছিল।


আজ টিফিনের, শেষ চায়ের আড্ডা। মীরা ম্যাডাম চা ঢালছেন আর সাধনা ম্যাডাম এগিয়ে দিচ্ছেন। হেডস্যার লক্ষ্য করলেন সবার কাপ অন্যান্য দিনের মতো উল্টোপাল্টা হয়ে গেলেও আশ্চর্য এক ম্যাজিকের মতো,সবার চোখ ঝাপসা থাকলেও, উনার বরাদ্দকৃত কাপেই উনার জন্য চা--- ধীর গতিতে এগিয়ে আসছে।  

সবাই স্থির, লক্ষ্যে করলেন---স্যার জল খাওয়া বিদুৎ-এর মতো হাসছেন, আবার দু'চোখের কোণ ফুলে ওঠা নদীর মতো চিকচিক করছে। একটা পরিচয় কিছুতেই মিলতে দিচ্ছে না।

Post a Comment

নবীনতর পূর্বতন