টোটো
গোপাল বাইন
গুপির গাড়িটি রাত নটায়
পিছনে লাল আলো
সামনে হেডলাইটের আলো জ্বেলে
সরু গলিতে টিনের চালার
বাড়ির সামনে এসে দাড়ালো
এই টোটোটি গুপীর সম্বল
শহরের আনাচে-কানাচে ও
দিনরাত প্যাসেঞ্জার বয়ে বেড়ায়
গুপির টোটোটি যখন
বাড়ির সামনে এসে দাড়ালো
তখন গাড়ির আলো নিভে গেলেও
টিনের চালার ঘরে বউ-বাচ্ছার চোখে আঁধার পেরোনো আলো জ্বলে উঠলো
একটি মন্তব্য পোস্ট করুন