গভীরতম রাত। যাবতীয় সূর্যের ৩য় পিঠ
ইসরাত ইহিতা
প্রত্নতাত্ত্বিক রাত
বুকের কাছে
ছায়া ফেলে বিষণ্ন রোদ
বরফের আগুনে
মোহিত
গুনতে থাকি পদশব্দ নিজের
অথচ
পায়ে কোনো পা থাকে না
মায়ের জরায়ুর
দাঁতহীন খিলখিল
আনন্দ
নাকি বিবমিষা!
ঝিঁঝিঁ পোকাদের ঝুনঝুন হাসি
জ্যোৎস্না নামে বেগুনী
অরণ্যে
বৃষ্টির দংশন
যে অরণ্য হারিয়েছিলো সবুজ
নিঃশ্বাসে ঝড় তোলে দাহ্য নিকোটিন
সিগারেটের ছাই জমা
জন্মপাপ
সাজিয়ে
রাখা
এ্যাসট্রে গহ্বর
অজ্ঞাত ফোটন-কাহিনী
কাদামাটি |ঘাস| বিছানা সমসাময়িক
যুবতীর দেহ|স্খলন
প্রতি পরতে
সঙ্গমবোধ|অসহায়
আকাংঙ্খা|নশ্বর ইচ্ছেরা
কানাঘুষা অবদমন মুহূর্ত
কতটা
পেলব শরীর?
? সহনীয় আবদারে ?
মর্মতাপ |কান্না| প্রশান্তি
নম্র শয্যা দাও ভাঙচুর
নির্বান-ঠিকুজি দাও
প্রকৃতি-সঙ্গম |চিন্তাদেহ| নির্বানলাভ
কতিপয় তড়িৎ-পৃথিবী
আড়ষ্ট বিপরীত
স্পষ্ট হাত |রক্তপ্রবাহ| মাৎসর্য
ব'য়ে যায়! নিঃশব্দ
পরস্পর শেকড় পরবর্তী অনিয়ন্ত্রক
সিঁড়িহীন আলো'র
সামিয়ানা দূরাগত শঙ্খধ্বনি
গাছের ডানায় লুনাটিক স|ঙ্গ|ম
ঋতুস্রাবকালীন টিস্যু--------
পতাকা ও ভ্রূণের সরল অংক
রাত্রিরের ঢল ঘন হয়
বাড়তে থাকে
তিনটি কুকুরের অমিমাংসিত আয়না|শো
প্রতিভা ও পদ
বিপরীত চক্রবুহ্য
গতিশীল রোদের
ফা
ট
ল
অক্ষিকোটর(↑) বুলেটিন লালার সুতোকৃমি
সময় ~ শূন্যের মধ্যে এক অর্বাচীন
একবার ফিরতে চাই মাতৃগর্ভ
||সমান্তরাল||
একটি মন্তব্য পোস্ট করুন