কচু-বরবটির ক্লাস 

মুরারি সিংহ

হে মৈথিলি, হে ঢুকুঢুকু, কচু-বরবটির ক্লাসে গিয়ে দেখো

একটি মুণ্ডুহীন আমি-র ভিতর মমি হয়ে থাকা শূককীট আজ 

পাতকুয়োভক্ত মালসাভোগের জন্য কোন মন্ত্র লিখেছে

হিজলের হাতবাক্স হাঁটকেও দেখো, 

জাদুকরের হাতমোজা বা সুনয়নীর ভাগ্যাকাশ  

                      রাশিয়ান ব্যালে দিয়ে 

                কোন মজা-নদীর সোঁতায় লিখেছে 

                     গঙ্গাফড়িংযের জীবননাট্য  

বকচ্ছপের চামড়া কাটলে টুকরো পালক টুকরো রঙ্গন 

কা-কা শব্দের ফাঁক-ফোকরে ছুটে চলা অশ্বারোহীর 

                        টুকরো লোডশেডিং-এ

                   প্রতিধ্বনিময় ধানসেদ্ধর উনুন

আয়নার জলে মুখস্থকে ভিজিয়ে রেখেছে একটা মামুলি চৈ   

নাচ-না-শেখা ঝিনুকেরা তাদের নিহত কাঁথাকুঁথুরি নিয়ে 

আকছার ঢুকে পড়ছে সন্ধ্যা-প্রদীপের শস্যখেতে 

খোঁড়া-পুরোহিত তো বনতুলসির হুস-হুসের কাছে যেতে 

                          কোনোদিনই বারণ করেনি 

ছুঁচে সুতো পরাতে গেলেও আজকাল ঘন ঘন হাই ওঠে কেন  

দখিনা-বাতাসে কাঁকরোল-বালিকার বাজারদর যে 

ধেইনাচের ছোঁয়া লাগা পাঁউরুটির মতো ফুলে উঠছে  

হে কচু-বরবটির ক্লাস, জয়ঢাককে পোষ মানানোর জন্য 

                    আমাদের আরো বেশি নৌশিল্প দাও 

Post a Comment

নবীনতর পূর্বতন