স্পর্ধা
গৌরাঙ্গ মিত্র
তোমার স্পর্ধার মধ্যে ফুটে উঠছে আত্মপ্রত্যয় নামক একটি পদ্ম ফুল
তোমার আত্মপ্রত্যয় এর মধ্যে নিহিত আছে সুরভিত স্পর্ধা।
এখন মাথার উপর একখানি কালো আকাশ টাঙিয়ে দিলে
মাল্টিভার্স থেকে নেমে আসবে নক্ষত্ররা
নক্ষত্রগুলির ডাক নাম রাখব স্বপ্ন।
একটি মন্তব্য পোস্ট করুন