
আফজল আলি
একটা মৃত্যু দেখে ভীষণ লোভ হল আমার
গাছের ফলের মতো পেকে আছে
প্রচন্ড ক্ষিদে
আমার নাড়ি আশ্রয় চাইছে
এদিকে ভাবনাগুলো মৃত , চিন্তা চিতাবাঘ
ভূপৃষ্ঠ থেকে অনেক দূরে খরচ হল একটা বন্দুক
২) এবং
আফজল আলি
সোনার চামচের বিজ্ঞাপনে মাছি বসার পর
ভ্রূণগুলো হত্যা করা হল
এ বিষয়ে সাংবাদিকরা মৈথুন করল খানিক
কারণ তাদের চিনতে পারেনি সমতল
আরো নীচে মানুষের অমানুষ
প্রচন্ড ধরেছে মেঘ
আমিও হত্যার পরিকল্পনা করছি
এতদিনের সংক্ষেপ মাথা গুলিয়ে দিচ্ছে
এবং
রাস্তাঘাট ফাঁকা ছিল বলে গাড়ি জোরে যাচ্ছে
৩) ত্রিভুজ
আফজল আলি
ঘুম কি ত্রিভুজ ?
যে রাত্রে বানান ভুল হয়েছিল সেই রাতেই
স্বপ্নগুলো ছিল অতিভুজ
মান নির্ণয়ের পক্ষে একটি দাঁতের অবস্থান আড়াআড়ি
যদি জানতাম বালিশ শীর্ষবিন্দুতে ঝুলে আছে
তাহলে অর্ধেকটা আমার দিতাম
কিছু চিৎকার সম-দ্বিবাহুর মতো , মন টানে
প্রথম ক্ষেত্রফলের কষ্টের বাইরে চেনা মানুষগুলো এখন নমুনা
তাদের হাতের তালুতে পরিসীমার মূল্যবোধ দারুণ বিবেচ্য
তোমাকে পাওয়ার থেকে , না পাওয়ার সুগন্ধ আজ সমতল
জেনে রেখো একদিন লম্ব বরাবর হেঁটে যাব
ঠিক তোমার সমকোণে
৪) কারশেড নয়
আফজল আলি
লাইফবয় সাবানের মতো নয়
অনুষঙ্গ থেকে পালিয়ে যাচ্ছে রক্ত
চেয়ার কথা বলছে না
কিছুটা সুখ প্রতিপন্ন করলাম
একটি না-বাচক শব্দে দেশলাই জ্বালিয়ে
ফিরে গেলাম বারুদে
কাক ডাকছে , আহা কী অপূর্ব বিচ্ছুরণ
অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে
যে অঙ্কের মান শূন্য মনে হয়
যেখানেই বুক সমতল
চিত্ত
চিত্ত
চিত্ত
মন থেকে নির্গত হচ্ছে
কিছুটা ধোঁয়ার মতো , কারশেড নয়
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনখুব ভালো লাগলো দাদা
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন