নির্বাপিত অস্তিত্ব 

সমরেন্দ্র রায় 


সাম্প্রতিক সময়ে যতগুলো অঙ্ক অথবা পথবৃত্তান্ত -র জটিলতা খুঁজতে গিয়ে দেখি, সবকটির উত্তরফল মোটের উপর শূন্য। আর শূন্যকে বাতিল করলে বেরিয়ে আসে হিজিবিজি কিছু সাংকেতিক -বিহ্বলতা। আরও আছে প্রলাপনবিলাস। কোথাও কোনো দিগন্ত নেই। 


আমাদের যাপিত অভ্যাসটিও পালটে যায় নির্মোক -আহ্বানে। যারা আমাদের অন্তরাল তাদের চোখে মিশে আছে অনাহুত -অনল। এই মুহূর্তে হারিয়েছে বিশ্বাস, পার্থিব গমনাগমন, মেঠো সাপের উদ্বমন। আরও দেখি প্রিয় মানুষের মেঘছায়াপাত। 


আমরা সকলেই বোধহয় স্থির সমাধানের কথা বলি। এখন সেটাও চাদরে ঢেকেছে প্রান্তিক মুখ,অনিশ্চিত পরোয়ানা। আমাদের আশেপাশের সব সীমান্ত ক্যালেন্ডারের পাতায় ধীরে ধীরে সেঁটে গ্যাছে নানা আকার জ্যামিতিক ফ্রেম, যদিও অতিনির্বাক।

Post a Comment

নবীনতর পূর্বতন