পাখিনাম

 প্রভাত চৌধুরী


ইন্ডিয়ান রোলার নামক পাখিটিকে আমরা

নীলকণ্ঠ পাখিনামে চিনি , না জেনে

আমি দীর্ঘকাল এই পাখিটিকে

কবিতায় ব্যবহার করে এসেছি

এতে ভারতীয় বিচার-ব্যবস্থা কী দণ্ড দেবে

তা জানিয়ে দেবে এই নীলকণ্ঠ পাখি


আমরা সকলেই জানি নীলকণ্ঠ পাখিদের

বর্ণমালার প্রতিটি বর্ণের রং নীল

আর প্রতিটি স্বরবর্ণ-ই দীর্ঘস্বরের

কাজেই এদের পাখিকথায় কোনো ইঁদুরছানা

নেই , উটও নেই


আমরা আরো জানি প্রতিটি রোলার-এর

নির্দিষ্ট একটি রোল বা ভূমিকা আছে

এমনকী রোলারটি ইন্ডিয়ান হলেও

Post a Comment

নবীনতর পূর্বতন