মরণ রে

সুশীল হাটুই


আর্নেস্ট হোমিংওয়ে পৃথিবীর আলো-

বাতাস-কে আনফ্রেন্ড করে দিলেন। আমি

বুঝতে পারি না কীভাবে নোবেলজয়ী কোনো

লেখক আত্মহত্যা করেন?


আমি জানতাম দুর্বল মানুষরাই আত্মহত্যা

করে।


মেরিলিন মনরো, কার্ট কোবেইন, ভার্জিনিয়া

উলফ, হার্ট ক্রেন, সিলভিয়া প্লাথ সেই কারণেই

আত্মহত্যা করেছিলেন। কিন্তু যে হিটলারের

ভয়ে পৃথিবী থরথর করে কাঁপত, তিনি কেন

আত্মহত্যা করেছিলেন?


ইয়াসুনারি কাওয়াবাতা লিখেছেন :

there is no art superior to suicide as

die is to live...


আত্মহত্যা একটি স্বর্গীয় অপরাধ।


সেই অপরাধের নিজস্ব কিছু কম্পন

আছে। সেই কম্পন হৃৎপিন্ডে ছড়িয়ে পড়ার

পর মেরিলিন মনরো-ই নয়, কাদম্বরী দেবী-ও

গেয়েছেন---


মরণ রে তুঁহু মম...

Post a Comment

নবীনতর পূর্বতন