
হরিৎ বন্দ্যোপাধ্যায়
কেউ একজন ' চিনি ' বলে উঠতেই
মুষলধারে বৃষ্টি নামলো
আকাশ ভিজলো
মাটি ভিজলো
তিনিও ভিজলেন
গাছের পাতা নাচলো
কিছু কিছু জায়গায় পথ হঠাৎ হঠাৎ বাঁক নিলো
অন্ধকারে বৃষ্টি দেখা যায় না
পরদিন কাগজে জলের কোনো দাগ ছিল না
মাটির দেওয়াল, টালির চাল,
স্যাঁতস্যাঁতে দুয়ারের তিনিকে
দুপুর থেকে কেউ চিনতে পারল না ।
অসাধারণ দর্শন।আমাদের বড় তাড়াতাড়ি মুছে যায়।কুর্ণিশ।
উত্তরমুছুনআমাদের চেনারা বড্ড তাড়াতাড়ি মুছে যায়।অনবদ্য প্রকাশ।
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনদারুন লেখা
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন