নিয়তির দিব্যি

নিত্যানন্দ কবিরাজ

যত অসভ্য দেওয়ালের গায়ে

সভ্য লিখে দাও

ঢাকনা খুলে যাবে


লেভেল যাই সেঁটে দাওনা কেন

অন্দর কা পানি গঙ্গা হলে

বোতল পরিষ্কার


হর হর মহাদেব ...


সেই যে বালুচরি পাড়ায়

স্বর্ণচরি হাওয়া

কেমন সব দুগ্গা -- দুগ্গা --


ঢাকনা খুললেই মিস্টিরিয়াস অবনী


সব একাকার হয়ে গেল গো


লাল সবুজ গেরুয়া নীল

অবনীর বোন রোদ ঝিলমিল

বাঁচার প্রয়াস জলমগ্ন

চলো ঘুম দিই কুম্ভকর্ণ


তবুও যারা অসভ্য রয়ে গেলে


জয় যমরাজ জী -- কি --


মন্দ চাইনা কারোর

মাইরি বলছি ,  নিয়তির দিব্যি


Post a Comment

নবীনতর পূর্বতন