অবাক গন্ধ
সন্দীপ ভট্টাচার্য

আজ ভালোবাসা নিয়ে লেখার কথা। অথচ ঠিক করতে পারছিনা যে তাকে একলা চলতে দেবো , না জুড়ে দেবো একটা পিছুটান। পিছুটানের কথা যখন উঠলোই তখন নাড়াচাড়া করতেই হবে পুরোনো শব্দ গুলো নিয়ে। আবার ভালোবাসায় তো বাসি ফুলের কোনো জায়গাই নেই।সেখানে মাথা উঁচু করে ইশারা করে বৃষ্টিভেজা কলাবতী। ঝরে পড়া শিউলি সেখানে নিতান্তই, রাজপথে যেতে যেতে ,একটা টিনচালা বাসস্ট্যান্ড। সেখানে নিরন্তর চলে শুধু সারাইয়ের কাজ।অথচ রাজপচা নীতির মতো সে কখনোই নতুন হতে পারেনা, যাকে দেখে অন্ততঃ মনে হতে পারে এটাই আমার শেষ চাওয়া আশ্রয়। আদতে রাজনীতি প্রেমিক কে আশ্রয় দিতে শেখেনি, অথবা শিখলেও আপাতত মুখ ফিরিয়ে সে ভন্ড সাধু খোঁজে। তাই ভণ্ডামি থেকে ভালোবাসা আলাদা করে দিলাম। প্রথম কদম ফুল , তুমি বয়ে চলো সমান্তরাল , আমি বরং তোমাকে দেখতে দেখতেই লিখি হৈমন্তী কবিতা।আমার ডানা ছুঁবেনা তোমার ধানমোড়া আঁচল, অথচ নাকে লেগে থাকবে শিশিরে ভেজা অবাক গন্ধ।

Post a Comment

নবীনতর পূর্বতন