ক্ষত
কৃষ্ণেন্দু দাসঠাকুর
   
"তুই বেশ খুব তাড়াতাড়ি কাছের লোকদের। দেওয়া দাগাগুলো ভুলে যাস... আমি পারিনা।" সামাদ বলল।
নাজেম কারখানায় কাজ করতে গিয়ে পুড়ে যাওয়া জায়গাটার দগদগে ঘা থেকে টিপেটিপে পুঁজ বের করছে-- "বুঝলি যতক্ষণ না এর থেকে লাল রক্ত বের হচ্ছে ততক্ষণ এ ঘা শোকাবে না। ঘা-টা কাঁচা ছিলো বুঝলি। টিপছি ব্যাথা হচ্ছে। কিন্তু ওই যে বললাম কষ্ট, যন্ত্রণা সহ্য করেও বের করতেই হবে। না হলে শুকাবে না। কাজে যেতে পারব না। কিন্তু জানিস সামাদ ঘা-টা শুকিয়ে যাবে। তুই আর বাড়ি এসে গল্প করতে করতে ঘায়ের কথা জিগ্যেস করবি না। আমিও ভুলে যাব।কিন্তু ঘা ভালো হয়ে গেলোও একটা কালশিটে দাগ পড়ে যায়। ওটা কিন্তু আমার একান্তই আপন। তুই চাইলেও জানতে পারবি না। আর আমি চাইলেও মুছতে পারব না।আজীবন নানির কবরের মতো বয়ে নিয়ে যাব। নানির কবরের পাশ দিয়ে গেলেই যেমন মনে পড়ে।"
"তুই যে কিসব বলিস মাথা মুণ্ডু কিছুই বুঝি না "
" তুই কেন আমিই তো বুঝি না। চল চল চা-টা খেয়ে নে জুড়িয়ে যাবে যে।"

Post a Comment

নবীনতর পূর্বতন