বকলম
তাপসী
মূল গবেষণার পাড়ে থাকে একটি অসৎ হৃদয়
ডিঙি বেয়ে নদীর কথায় ভাসতে থাকা রাতের চাঁদ
অরণ্যের জানলায় হিরন্ময় বীণ বাজানো রাঙা ঠোটের সপেরা
তোমার বসতিতে ঠিক যাব একদিন,
একদিন ঠিক যাব
এখন নীলচে জোৎস্না নিয়ে লোফালুফি খেলা সাদা বকের সন্তান,
সুদীর্ঘকাল, কোন শশককে হাসতে দ্যাখেনি,
দ্যাখেনি বাঘের সুঠাম বুক,কুমীরের অজস্র
নাভি ও সংগমরত কোন ঝর্ণার আরতিকাল।
অথবা জারুল সেদ্ধ খাওয়ার জন্য কতদিন
আমরা লাল মাটির ঢিপি ফুঁড়ে বেরিয়েছি,
পিপড়ের অসংগঠিত সংগ্রামগুলোর চটিপুস্তিকা খুঁটিয়ে পড়েছি,
কত বার কফিশপের ডাল গুনে দেখলাম
একশো উনসত্তরটি ধর্ষিতা মেয়ের কান্নার অবিকল সুরে
মোসার্ট উন্মাদের মত পিয়ানোকে শেখাচ্ছেন সোনাটা,
রিডের কান গুলো বাধ্য শিশুর মত নোটেশন গিলছে হায়ার এস্থেটিকসে
এভাবেই তো মৃত্যু হয়!
কারণ বিপ্লবের মহাপ্রলয়গুলো জন্মাতে থাকে কিছু হ্রদয়ে অনেক কষ্টের পর।
আপনার মন,আপনার পরিধি ও দেবোত্তম সত্তার
সবটুকুই আমরা ছিঁবড়েসহ চিবিয়েছি সু,
চুমুর মত এক ঘন রিং দিয়ে মহাকালের পাতে দাম মিটিয়ে দিয়েছি
এর পরেও এত হায়াসিন্থ, ন্যাপথালিনের মেঘ
থেকে থেকে ভিজে যাচ্ছি ক্রমশ
এই মুহুর্তে অভাব কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমাকে।
একটা সুসিঞ্চিত নকল উপাদানের বাঘতন্তু
উপযুক্ত তপস্যার জন্য কচুরিপানায় মজে যাওয়া
পুকুরের মিনিয়েচার ইন্সটলেশন
আর পুঁতিগন্ধময় ফ্লেভারের যে সাম্প্রতিকতম
সুগন্ধিটি কার্টে তুলে রেখেছি সেটার ডেলিভারির জন্য
সিড়ির নিচে তখন থেকে বেল বেঁজেই চলেছে বলে
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আর কথা হবেনা, হানি আমাদের..
টেক কেয়ার,
সি ইউ এট দি আদ্যার সাইড।
একটি মন্তব্য পোস্ট করুন