এক
ওই যে ছোটো ছোটো শিশুদল মায়ের কোলে কোলে চলেছে, অথবা গর্ভগৃহে সেঁটে আছে আনকোরা নবদূত, কেবল আলো -অপেক্ষা। আরও কতশত পা-মিছিল তালে তাল রেখে যেতে চাইছে নিরাভরণ আস্তাবল, আপন স্বপ্নভূমি। অনেকেই বেছে নিয়েছে অগস্ত্যযাত্রার নিয়মমাফিক সংলাপ।
দুই
যে সব পাখি উড়ে চলে সংগোপনে, এদেশ ওদেশ। ওদের ডানাই বলে দেয় আত্মসমীক্ষার বর্ণমালা। কিন্তু আমাদের যাযাবরী মিছিলের ডানা নেই। ওরা স্রোতটানে দৃশ্যমান আঁধার দেখে। সারিসারি চলমান কোনো এক জনান্তিকে। এদের চারপাশে যারা ঘর গুছিয়ে বিছানায় আতর ছিটায়, উহাদের উদরটান নেই, নেই বিহ্বল চাহনি। ওরা মুখোশে ঢেকেছে মুখ, মুখোশের বাইরে জন্ম দিচ্ছে অপরামুখোশ।
তিন
আমাদের বলা না বলার কতটা মূল্য আছে, সেটা আমার জানা নেই ।তবে যেটুকু জানা, তা হলো যারা খুঁটে খুঁটে খায় তারা যদি ভালো থাকে, আঁধারগর্ভ থেকে জেগে উঠবে নতুন কোনো গোলার্ধ, অবশ্যই।
একটি মন্তব্য পোস্ট করুন