সালভাদর দালির আঁকা ছবি
সুশীল হাটুই

আমি ১ ঘণ্টা ৩৩ মিনিট বৃত্তপুরাণ
পড়েও বুঝতে পারিনি, শূন্য আঁকা সহজ
নাকি বৃত্ত আঁকা।

আজ আর্যভট্টের জীবনীতে ফুলস্টপ
দিলাম। এখন ৭ ফর্মার নীরবতা ভেঙে
জানালাটির দিকে তাকিয়ে।

জনালার ওপাশের পেঁপে গাছটি আমার
বুকে নোঙর ফেলে দিল।

তারপর-ই Seduction শুরু।

আমি ভুলে গেলাম, চশমার কাচের নিজস্ব
১ টা আকাশ আছে। সেই আকাশে এখনো
Twinkle Twinkle Little Star.

ভুলে গেলাম, পাশবালিশের বুকে
আন্টার্টটিকার বরফ আছে। রজনিগন্ধার গন্ধ বরফের শীতলতা মাপতে গিয়ে বেহালা-
বাদক হয়েছে।

অনেক শীতের পর সালভাদর দালি দেয়াল
থেকে নেমে ঘোড়ার ছবি আঁকা শুরু
করেছেন।

ঘোড়ার পিছনে শিশু। বেলুনগুলি আর্তনাদ
করার আগে---

আমি ক্যানভাস ছিঁড়ে ঘোড়া আর শিশুকে
আলাদা করে দিলাম। 

Post a Comment

নবীনতর পূর্বতন