তিনি মেফিস্ টোফেলিস্: নীল ফাইটার
সৌরভ বর্ধন

"অ্যাকোয়ারিয়ামের আলো না জ্বাললেও মাছটি থেকে
নীল আলো বিচ্ছুরিত হত।" এখনও হয়...

হুম্ এখনও হয়, বিশ্বাস না হলে নোটবই খুলে মিলিয়ে নিন

একটা প্রাণ কিংবা প্রভাত যতটা পুরুষ হয়ে উঠলে
চারদিকে সব কারাগার ঘোর
ভেঙে দেওয়া যায়, গিলে নেওয়া যায় অতীতের চারণ
আবার উগলে দেওয়া যায়
সাক্ষাৎকার
ও ধ্বংসকালীন বিস্ফোরণ - তিনি মেফিস্ টোফেলিস্!
পিঠে অক্সিজেন সিলিন্ডার ঝুলিয়ে আপডেট করে চলেছেন
বাংলা কবিতা। তার একটা পা কাঠের আরেকটা ঘোড়ার :
তার প্রযত্নে যারা রুমালের সৌখিনতা শিখে গ্যাছে
তাদের আর বেড়াল হতে হয়নি

একটা মনন ততটাই শক্তিশালী হলে তরুণ জলোচ্ছ্বাসে
সাঁতার কাটতে পারে একটা নীল ফাইটারের পরিপূরক
অথবা
৭০-এ এসে শুরু করা যায় দ্বিতীয় শৈশব!
আর ৭৫-এ মাথায় রুমাল বেঁধে খেলা যায় লাঠি !

সন্তরণ প্রতিযোগীতার ধারাবিবরণী দিতে দিতে
তিনি বাতাসকে সাঁতার কাটিয়েছেন জলে...
এখনও বাঁ-কাঁধে বসন্তগৌরী নিয়ে
দিয়ে চলেছেন দিনবদলের পূর্বাভাস

যার প্রতিটা রোমকূপের ভেতর থেকে একটা একটা
হেমবর্ণের সরলবর্গীয় বৃক্ষ উঠে আসে তিনি কী করে
বলতে পারেন " আমি কি অতিদ্রুত সবকিছু গোছগাছ করে
রাখতে চাইছি। কেন "...?

কেন তা জানি না! নীলকন্ঠ পাখি জানতে পারে। কিন্তু সেই
নীলকন্ঠ পাখির খোঁজ আজও পাইনি আমরা
তাই সে কথা থাক। আমরা বরং উঠে যাই বোধের অন্তিম শীর্ষে...

"সুসময়, আমাদের প্রবেশের মুখে খাতা ও কলম রাখো"...

Post a Comment

নবীনতর পূর্বতন