জ্যোতির্ময় মুখোপাধ্যায়
নামটা শুনলেই, আমার মধ্যে
একটা বিশেষ ব্যস্ততা জেগে ওঠে
এই ব্যস্ততার নাম, লিখতে হবে
খুঁজতে হবে এমন পথ
যে পথে আগে কেউ কখনও হাঁটেনি
দেখতে হবে এমন কিছু
যা আগে কেউ কখনও দেখেনি
শব্দকে শব্দের মধ্যে ঢুকে শব্দ দিয়ে ভাঙতে হবে
বাজাতে হবে এমন ধুন
যা আগে কেউ কখনও শোনেনি
প্রতি মুহূর্তে হাঁটতে হবে, হাঁটতে হবে, হাঁটতে হবে
থেমে গেছ মানে, তুমি আর আপডেটেড নও
সময়ের হিসাবটুকু বুঝে নিতে হবে সুদে ও আসলে
তার আগে অবশ্য নিজেকে প্রস্তুত করতে হবে
পড়তে হবে, পড়তে হবে
আর এইসব করতে করতেই
আমার আর কিছু লেখা হয়ে ওঠে না, বুঝি
প্রভাত চৌধুরী, আদতে একটা সমস্যার নাম
একটি মন্তব্য পোস্ট করুন