দুইয়ে দুইয়ে চার
মায়িশা তাসনিম ইসলাম 

★ 
-এত নিঃশ্বাসে নিঃশ্বাসে কথা বলেও মরণ হয় না।
কে বাঁচালো?
পুলিশ না সাপ?


-কথা বলার তাদের অভাব নাই

চোখ তো দুইয়ের নামতা

-মনটা চায় আবাবিলের মুখের উপর ছুড়ে মারি সমস্ত অঙ্ক 

-দুটো মিথ তলোয়ারে বিশারদ চোখ বন্ধ
বুক অন্ধ

-এতকাল এত পথ দেখে মনে হচ্ছে পথের নিজেরই কাঁটা ফুটেছে
অসীম এ পথ রোদ বৃষ্টি গিলে যাচ্ছে তবু কাঁটা যাচ্ছে না

-যেখানেই অসীম কিছু, রেখা টেনে দাও ভিন্ন জলে
ঢেউয়ে পলির নিঃশ্বাস, তবুও তো নদী মরে!

-দেয়ালে ঝোলানো হেডফোন হিস হিস করে কাঁদছে কেনো?

-দেয়ালে পিঠ ঠেকে যাক তবু দেয়ালটা থাকে যেনো।

Post a Comment

নবীনতর পূর্বতন