আরশিনগর 
শান্তনু রায়চৌধুরী

নিরুদ্দেশ হবার সময় ঠোঁটে জলন্ত বিড়ি 
পরনে সোঁদা গন্ধের মৃদুমন্দ হাওয়া তৈরি 
কাঞ্জিভরম বুনোমেঘের ছেড়া চপ্পলে পা গলিয়ে
উধাও হওয়ার আগে সে গেয়েছিলো বন্দেমাতারম 

ওর পিছু ধাওয়া করি 
স্পষ্ট দ্যাখা যাচ্ছে এ্যাকটা গায়ে কাঁটা দেওয়া স্বপ্নে 
গা ঢাকা দিচ্ছে মুখচেনা গাছটা 
আশ্চর্য ফলগুলো নিরুত্তর থেকে যাচ্ছে প্রতিটি প্রশ্নে 

গাছটা ডাল থেকে ঝড়িয়ে ফেললো পাতা 
বৃন্ত থেকে খসিয়ে ফেললো ফলের অহংকার 
সন্ন্যাসীগাছটির স্নেহশীলতা পুড়ে ছারখার 
আমি সংগ্রহ করি বিবৃতি - চাই ও ধোঁয়ার 

এই সফরে এ্যাকটা ডানাওয়ালা সাইকেল এ্যাকটা সম্মোহিত কলম 
কাঁচের পাত্রে ফরমালিনে ডোবানো লাইকার আত্মা 
হাতে সুগন্ধি ফুল নির্মিত নিরীহ বল্লম 

আড়ালে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি গতিবিধি 
কোথাকার নদী কোথায় গড়ায় 
বৃষ্টি হবো নোটবুকে টুকে রাখা মেঘ দেখে 

বুঝি ঘটনাচক্রে প্রেম ও সন্দেহের তালিকায়

Post a Comment

নবীনতর পূর্বতন