লক্ষ্মীকান্ত মণ্ডল
হঠাৎ জলের ছবি এসে পড়ছে আমার দেয়ালে , তখন সূর্যকে
আড়াল করছে কেউ , দক্ষিণের রাস্তা দিয়ে যুদ্ধরত কিছু মানুষ
সারাদিন ভিজতে ভিজতে ব্যর্থ করছে নিজস্ব বিস্ফোরণ -
অন্ধকার পিষে এই মসৃন গ্রামের সব উষ্ণতা ,
ছায়াছায়া সিঁড়িপথে বাতাসের ঝাপট - অনুসন্ধানের তীব্র
ঘুঘুডাক ; ভিজতে থাকে মাটি
যদিও মাথার ওপরে মেঘ - মৃত্যুকে এড়িয়ে যাওয়া শিরীষের
ডালপালা , স্তর স্তর দুঃখে চুপচাপ বসে থাকে একলা শালিক-
দারুণ জীবনসঙ্গী আমার !
অবশেষে উঠে দাঁড়াই - আক্রান্ত অক্ষরেরা আঁচড় কাটুক
চুইয়ে আসা জলের ছোপে
একটি মন্তব্য পোস্ট করুন