বসন্ত
আবদুস সালাম

বিদায়ী শীত মোহিত করেছে নিদ্রাহীন স্বপ্ন
রক্ত কাব‍্যগুলো হলুদ আঁকা বিকেলে ঘুড়ি ওড়ায়
পছন্দের রঙে প্রকৃতি আঁকছে ফুল পাতা
মহুয়া পলাশের গানে প্রজাপতি মাতাল
সময়ের অর্থগত মূল্যবোধ এফোঁড় ওফোঁড়
সুমধুরভাষিণী কোকিল গাইছে বিষন্ন গান
তবুও দক্ষিণা হাওয়ায় মিস্টি সকাল উঁকি মারে
ডালে ডালে ঝুলে আছে অতীত বর্তমান ভবিষ্যৎ

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন