মুখ ফিরিয়ে রাখব রোদের দিকে
শ্যামশ্রী রায় কর্মকার 

তোমার সঙ্গ অনেকটা সুরম্য খাদের মতোন
প্রাত্যহিক স্খলনে ভেঙে যায় একটা কি দুটো করে সম্পর্কের রিড
পাতাকুড়ানির মতো আমাকে একটু করে  কুড়িয়ে নেয় রান্না,স্নান,খাওয়া
এই তেপান্তর রঙের দেওয়াল
শ্বাস থেকে কেটে নেয় বাতাসের ভাগ
তোমাকে খুঁজতে খুঁজতে কলকাতা ছাড়িয়ে
আমি পৌঁছে যাই মহেঞ্জোদারোতে
ঢুকে পড়ি মন্দিরের প্রাচীন দেওয়ালে, গুহাচিত্রে,
পাথরের মিথুনমূর্তিতে
কী অবস্থা ভাব একবার!
এসবের কোনো কিছুই করতে হতো না
যদি একদিনও ভুল করে প্রশ্রয় দিতে
বেশি নয়, মুহূর্তকয়েক
আমি তোমার প্রশ্রয়টুকু হীরের আংটি ভেবে তুলে  দিতাম  রোদ্দুরের হাতে
এই যে কাচের জানলা, জানলার ওপারে ওই
ছলাৎ জল ডিঙানো মাঠ
মাঠের ওপার থেকে রোদ লাগতো প্রশ্রয়ের মুখে
এপার ওপার জুড়ে ঝলমল করে উঠত প্রেমের কবিতা
আমি মুখ ফিরিয়ে রাখতাম রোদের দিকে

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন