অম্বঋষি চশমা
অভিজিৎ দাসকর্মকার
ধ্যানমগ্ন গাছের কোঠরে অহেতুক কে ডেকেছিলো ভবিষ্যতকে?
...ভাবতে ভাবতে জরায়ুর VII-B house-এ জন্ম নিলো সামাজিক জ্ঞান_
বেশ, তবে নাম দাও ট্যাট্যুবাদ।
বোঝা যায়...
জ্যোৎস্নাও সরভাইভ করছে মৃত অমাবস্যাজুড়ে_
উফ্ চুপ করো, একটু পরেই রাস্তাজুড়ে পিলসুজ পোড়াবে নরনারায়ণ সেবা।
দেখো শ্মশানের বিলিয়মান দেয়ালে আলেয়া অক্ষরে লেখা হয়েছে প্রস্রাব prohibited __
অশান্তিতে ভুগছে অম্বঋষি চশমা। চশমার নীচের কালোবৃত্ত, আর
সুপ্রভাত ক্যালোরি__
যেদিন আরও হাঁটবো প্রস্তাবনা নিয়ে, নির্লিপ্ত salute জানাবো deputation-রঙের কুয়াশা বিকেলকে__
সময় আর যাপন দুইই বড় মূর্ত তোমার কবিতায় অথচ রহস্যবোধক।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন