প্রচ্ছন্ন 
সোনালী মণ্ডল আইচ


অতর্কিতে কাল প্যাঁচা ডেকে উঠলে

কিছু ক্ষুদ্র সতর্কতা রোমকূপে

নির্মম ফিসফিস করে নাগাড়ে


ঘর দোর বারান্দায় অশনি সঙ্কেত

শুনে শুনে অন্ধ ছেলেটি

বিরহে বধির হতে থাকে


চুপিসারে আঁকে জীর্ণ সময়ের ক্ষয়

ক্যানভাসে রাত জাগা এক

নিটোল নখর অনায়াস অক্লেশ


তাড়াহুড়োয় এলোমেলো দাড়ি কমা ছিল

অধীর প্রগলভে প্রেমপত্র অসমাপ্ত

নিভাঁজ খাতা নক্সা বন্দী


জেগে বসা রাতের চোখ দুটো

রামায়ন ঘেঁটে বিশল্যকরণী খোঁজে

রসাতলের গলিঘুঁজিতে আমরা সবাই  ...

Post a Comment

নবীনতর পূর্বতন