অদ্ভুত গন্ধ
নাসির ওয়াদেন
এক অদ্ভুত গন্ধ ভেজায় মাটি
চোখের জল, বুকের কান্না,
আদিমগন্ধ বুকে বেঁধে, নাকে লেগে --
নারীর গায়েও এক অদ্ভুত গন্ধ ,,,,
কুৎসিত ভীমরুল হুল ফোটায়
গন্ধে গন্ধে অদ্ভুত সাড়া, মানবিক
কিছু কদর্য উন্নত শিশ্ন জেগে ওঠে
এক বালতি কামার্তির বিঘ্নরস
কী দোষ থাকে সন্ধ্যের, আঁধারের ?
ফুল তো ফোটে, আলোও ফোটে
ভাতের গন্ধের মতো
ক্ষুধার্ত শিশুর নাকে খিদের গন্ধ
কী করে পারি নারীর গন্ধ কেড়ে নিতে ?
জন্মবোধ কি বিবেক ছোঁয়্ না ?
সাদাচামড়া কী অন্যের থেকে আলাদা ?
যেভাবে দেশ পুড়ছে
যেভাবে হৃদয় পুড়ছে
সেভাবেই পোড়ানো হোক
অশুভ লিঙ্গদের ---
কামার্তের জাত কী? ধর্ম কী?
শ্রেণি আছে? বিবেক আছে ?
নেই -- নেই -- নেই
এক অদ্ভূত গন্ধ নাক ছুঁলেও অমানবিক জালে বিদ্ধ ----
Great post and success for you..
উত্তরমুছুনKontraktor Pameran
Kontraktor Booth Pameran
Jasa Pembuatan Booth
Kontraktor Pameran
নাসির ওয়াদেনের অদ্ভুত গন্ধ অপূর্ব কবিতা।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন