প্রেমের কবিতা
-তন্ময় চৌধুরী
১
পানকৌড়ি ডুবে,আবার উঠে যা়য়
উড়ে গিয়ে হারিয়ে যায় কোথায় তা খবর নেই আর
মনে হয় রৌদ্রের ঝাঁঝে পুড়ে গেছে
এই সন্দেহ থেকেই অনেকগুলি প্রশ্নচিহ্ন গাঢ় হয়ে যায় .....
২
সুরেসা
এখনো গণিতের ভেতর উঠি বসি এমন নয়
শুধু জীবনটাকে ধ্রুবক ভেবে নিই নাড়ি চেপে
তখন
"পাই " শব্দটি নিঃশ্বাসের ও প্রশ্বাসের অন্তরঙ্গ হয়ে ওঠে
এখনো বেঁচে আছি
#হেঁটে যাই
নিরব আলোয় ঘুমিয়ো
মোমপুতুলের আভিজাত্য নিয়ে কত দিন টিকে রইবে আর
এসো আগুনে গলিও নাও শরীর
কঠিন নিরবতায় দেখো ফিরে আসছে সময় |
এখন √ধৃ √ধৃ করে ভীত পা হেঁটে যায় …….
শিরোনামহীন কবিতা
ঘুরঘুটে অন্ধকারে সাঁকোর নীচে অজস্র কেঁদো সুর
মেয়েটির চোখ বেয়ে বেজে ওঠে
ধানগাছটির ফসলের দানা ভুয়ো হবে এমন কথা ছিলো না ,
নিরবাতায়
শিরশির করে গেয়ে ওঠে হৃৎপিণ্ড - অ্যাতো পাপ
লিবিডো
১
এখন শুধুই জামিনী মধু নলকূপ থেকে বেরিয়ে আসে
স্বপ্নের ঘোরে অজস্র আমির ভেতর নারীর অকাট্য দৌরাত্ম্য | মনে হয় পৃথিবীর এটিই সুখশয্যা |
বাদবাকিটা শুধুই দিনলিপি
২
প্রেমিকা
জিভটিকে ডুবিয়ে রাখতে দাও মধুর বাটিতে |
এখন আমি পৃথিবীর স্বাদ নিচ্ছি
ম্যনগ্রোভ অরন্য পেরিয়ে ব্ল্যাকহোলের মধ্যে ঢুকে যাচ্ছি
আবিষ্কার করছি লিবিডো আর শিল্পের পার্থক্য
আরো কিছুটা সময়ে আমাকে তলিয়ে চলে যেতে দাও ….
আন্ধকারের আলোটিতে |
একটি মন্তব্য পোস্ট করুন