টুকরো  কোলাজ
-মন্দিরা ঘোষ

দেখা

হঠাৎ এমনই  হয়
দেখার পর আরো দেখা
মাঝখানে  এসে পড়ে
বৃষ্টিবাদল
খোলা জানলা
বিলি কাটা মেঘ
তুমি দূর থেকে টানো
দূরকে টানি আমি

তুমি


এবার অন্যভাবে ভাবো
শব্দেরা যেমন ঝুঁকে থাকে
বুকের চাদরে
গাছ ফুল পাতা ছুঁয়ে ছুঁয়ে
সারি সারি মেঘ
না বলা বলাটুকু থাক চোখে চোখে
কাছে দূরে তুমি এঁকে এঁকে


বৃষ্টিচোখ

চোখের ভেতর চোখ  মেলে দিলে
রোদজল  মিলে মিশে মেঘ হয়ে যায়
বৃষ্টিরা গান বাঁধে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে
জল শুধু জল জমে চোখের তারায়


ইচ্ছে

দিনের ইচ্ছের কাছে যেমন রাত অন্তরীন
 অথবা রাতের ইচ্ছের কাছে দিন
আমার ইচ্ছের বুকে তুমি ছুঁয়ে থাকো
তোমার ইচ্ছের কাছে আমি যে কুণ্ঠাহীন


আদর

এভাবেও জেগে ওঠে চূড়ো
এভাবেও ছুঁয়ে দিলে জিভের করাত
রজত আলোয় ভাসে পদ্মের ঘাম
জল থেকে উঠে আসে
জলের মুকুর



দ্বিতীয় জীবন

বুকের ধ্বনিমাঠে নিবিড় হোক
তোমার স্টেথোস্কোপ
অসুখ যখন হাত বাড়ায়
তোমার নির্ভার আঙুলগানে
আয়ুফুল ফুটে ওঠে
বুকের সায়রে

Post a Comment

নবীনতর পূর্বতন