অবলোকন
-সমরেন্দ্র রায়

আজকাল অনেকেই উজাড় করে চলেছে, ছেয়ে গেছে
দুষ্ট - চলাচল দুরত্ব ছোয়াছুঁয়ি । একান্ত অবয়বে স্থির আয়েনামুখ। চারদেয়াল ঘিরে কত বন্ধুদের অদেখা অন্বেষণ, মন খোঁজে আবেগ। বয়ে চলে বিনম্র দাবদাহ। শুধু দুটি চোখ হৃদয় ঝাঁকায়। সীমানার ভিতর খেলা করে অপর সীমানা। দুয়ারে দুয়ারে প্রাণপাখি ক্ষীণ-পরিসর।

যে পাখি খাঁচায় বন্দী, সেটা আমার জন্যই। মুক্ত করার চেষ্টা করেও পারিনি। ওর দরজাগুলো অথবা একই গলিপথ, কোথায় যে আটকানো তাও জানিনা, খুঁজেই চলেছি। উত্তর মেলেনি এ তাবৎকাল। ভাঙার কথা ভাবি। একদিকে লবনাপ্লুত জলরাশি; কিনারায় মৃত্যু শমন, আরও মুখোশ প্রলেপ। ওই পাখি অপলক চেয়ে... আমার পথ চলা। চলেছি পিছুটান। চলতে চলতে কখন যে বন্দি হলাম, এটাও আমার অজানা। যেটা অবলোকন করলাম,
সেটা হল সাপেদের পা সাপেরাই চেনে।

Post a Comment

নবীনতর পূর্বতন