picture courtesy:Dimply Bhalotia

তড়িৎ-তাড়িত 

এখন হাওয়া স্থির
আমাদের বয়ে যাওয়ার সময়
নাহলে আমাদের ওজন হাওয়ার ওপর চেপে বসে সময়কে স্থরির করে দেবে আরও

এইদিকে দরদাম
ওইদিকে দেওয়াল ভাগাভাগির তাড়া
এরই মাঝখানে আমায় সুর বাঁধতে হবে
তালকে পাকড়াও করে আসর জমাতে হবে গোটা রাত

আলোর ভাগ দাওনি তোমরা আমায়
অন্ধকারের ভাগ আমি কাউকে ছাড়ব না


বদল

কানকো উলটে তুমি বুঝলে
স্রোতের আশেপাশে শিহরণ আছে
তাই আর নতুন আঘাতের দরকার নেই

চাকা গড়িয়ে যাচ্ছে আমায় চড়ে বসতে হবে পৃথিবীতে

তুমি কাদা ছুঁড়ে পিচ্ছিল করে রাখো
আমার জন্মের উলটোসোজা
শেষমেশ আমাকে তো অন্ধকারে ফিরে যেতে হবে

পৃথিবী থেকে নেমে আমি হালকা করব
তোমার বাস্তবতা
যাতে সে আমাকে নিয়ে হঠাৎ ধ্বসে যেতে পারে
আমার রোম খাঁড়া হয়ে উঠছে
আমি দূর গভীর থেকে শুনতে পাচ্ছি ঝিঁঝিঁ ডাক
অতদূর তুমি যাও না বাজার করতে

Post a Comment

নবীনতর পূর্বতন