খোঁড়া জীবনের স্বপ্ন
-গোপাল বাইন

খোঁড়া জীবন নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা
নালা-ডোবা পেরুতেই হিমশিম অবস্থা।
পথে প্রান্তরে খানাখন্দে পা পড়লে
কাতরাতে কাতরাতে কোনক্রমে ওঠা।

তবে খোঁড়া জীবনের স্বপ্নরা খোঁড়া হয় না
সে একলাফে চাঁদবাড়ি হাজির হয়
চাঁদকে বগলদাবা করে মহাকাশ সাঁতরিয়ে
নিজের কুঁড়েঘর আলোময় করে তোলে।

Post a Comment

নবীনতর পূর্বতন