এক আউন্স আশ্রয়
-কার্তিক ঢক্
যুবতী বাগান দক্ষিণ-দুয়ারি হাওয়ার চুমুখায়।
ফুলের হিল্লোলে যদি মেঘের রিংটোন বাজে-
মাধুকরী-পাত্রে গোলাপি ছাতার আশ্রয় রেখো এক আউন্স ।
কূম্ভকে রয়েছি আমি-
উষ্ণতা পেলে জেগে উঠব।
হারমোনিয়ামের ভিতর তারাবাতি জ্বলে উঠলে
পদ্মের মাথায় খেলা করব আপ্লুত ফণায়।
মধু জমিয়ে রেখো-
পলাশ-ঠোঁটে ভৈরবী সুর,
তিল থেকে তাল হবে বসন্ত্ বাহার...
একটি মন্তব্য পোস্ট করুন