আধসেদ্ধ ভাতের ফ্যান ঝরিয়ে
- - - - -
আফজল আলি
অন্ধকার ঘুমিয়ে আছে তোমরা জ্যোৎস্না নিয়ে বৃথাই মনখারাপ করছো
দিনের শেষে দাঁড়িয়ে তবু বর্ণনা দিচ্ছি আকাশের রং নীল
গোল গোল চাকার মতো দাগ
ওরা জেনে গেছে কিছু কথা বলতে বলতে লোকগুলো ওইদিকেই যাবে
তখন সোজাকে বাঁকা এবং বাঁকাকে সোজা দেখার চাইতে আর ভণ্ডামি কী হতে পারে
রক্ত নিয়ে পূর্বের কথাগুলো মনে করিয়ে দিই
এখন আবার রাত নামছে আমার প্রিয় দেশের উপর
তিরিশ কোটি মানুষের বাঁচা এবং থাকার অধিকার ওরা দেবে না
অতিরিক্ত নামের তালিকায় টিকে থাকা যেন রক্তমাংস ভিজিয়ে কইমাছের ডাঙায় ওঠা
কবিতা লিখে প্রিয় দেশবাসীর কাছে সন্ধ্যা চাইতে নেমেছি
হয়তো বা ভয় ।
ভয় বাসস্থান কেড়ে নেয় , রাত্রের ঘুম এবং আধসেদ্ধ ভাতের ফ্যান ঝরিয়ে তাড়াতাড়ি উঠে পড়তে হয়
কে বলবে আমাদের হয়ে ? মাটির কান্না কখনো কি শোনা যায়
সে সব মনে রাখবেই বা কে
হয়তো একদিন ঝলসে উঠবে আওয়াজ তখন দম নিয়ে টিকে থাকবে কত জন
একটি মন্তব্য পোস্ট করুন