কথাপিপাসা
বিভাবসু
তোর সাথে কথাপিপাসা পেয়েছে খুব
মনে হোচ্ছে কথায় কথায় পিষে মারি তোকে
নিংড়ে নেই তোর আলজিভ অবধি
মনে হচ্ছে তোকে কথার শিকলে বেশ করে
বেঁধে ঝুলিয়ে রাখি রেলিঙে
মনে হচ্ছে কথার আরক মাখিয়ে মমি
করে রেখে দেই বুক পকেটে
তোর সাথে কথা বলার পিপাসা জেগেছে খুব
কতোদিন কথা হয় না বলতো?
কতোদিন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাওয়া
না-কথার ফুলঝুরি ছোটে না!
মাঝে মাঝে কথার পিপাসা পায়
আকন্ঠ 'তুই' তৃষ্ণা জাগে
একটি মন্তব্য পোস্ট করুন