অমিতাভ মৈত্র

দেখা - ১
পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদের ছায়া যেভাবে
              দিগন্ত ছোঁয়া রাতের মরুভূমির ওপর দৌড়ে যায়
আত্মবিশ্বাসী সিংহ সেভাবেই দৌড়তে দেখেছিল হরিণকে


এবং মৃত্যুর আগে একজন তাও সন্ন্যাসীও
ঠিক এভাবেই দেখেছিল সিংহ আর হরিণকে
ক্ষুধার্থ চাঁদের ভয়ে একসাথে একই অভিমুখে দৌড়ে যেতে



দেখা - ২

উটের মতো বড়ো কোনো অন্ধকারে দাঁড়িয়ে
এক কণা বালির কাছেও যে মিথ্যে বলে
আসলে সে বলতে চায়
ধীরে একঘেয়ে সুরের মতো এবার অন্ধ হয়ে যাচ্ছে সে

চোখ বুঁজে, কাগজ থেকে তুলি একবারও না সরিয়ে
এতো বড়ো আকাশ আর বালিকার মতো ছোট পুতুলদের
আত্মবিশ্বাস নিয়ে আর সে আঁকতে পারবে না

Post a Comment

নবীনতর পূর্বতন