চিহ্ন
মোস্তফা মঈন
.
গর্ভগৃহ থেকে বেরিয়েই দেখলাম
আমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তারা।
তারা জানত না, আমি সেই পরমের এক মহৎ চিহ্ন
যা কখনোই তারা বদলাতে পারে না।
আমার মুখের ওপর একটা নামের ছাপ মারতে গিয়ে
কী ব্যস্তসমস্ত ছিলো লোকগুলো।
আসলে তারা জানত না, আমার ষড়ঙ্গ ও স্বর।
যেমন নিজের ছন্দ ও স্বকীয়তা নিয়ে জন্মেই আমি ছিলাম
এক পরিব্রাজক -
সুন্দরের মুখোমুখি প্রবল তৃষ্ণা নিয়ে বেরিয়ে পড়েছিলাম।
একটি মন্তব্য পোস্ট করুন