কান্না দিয়ে বুঝি
শূন্যতা মাপা যায়?
খড়কুটো দিয়ে
মেঘ?
টুং টাং অভিমানেদের
ঠোকাঠুকি, ওদিকে
শ্মশানে প্রেম
বাসর জ্বালে।
মন খেলে পাল্লা- বাঁটখাড়ায়...
আকাশে ভোকাট্টা ঘুড়ি,
নদী বোঝে বিষণ্ণতা
আর; ছড়ি ঘোরায় পারদ!
ওষ্ঠ খোঁজে আগুনের স্বাদ,
নির্মাণশৈলী সেখানেই।
জীবন গড়ায় লাটাই হাতে
আর,
একা পাঁজর, অন্ধকারে
ওম দেয় খালি...!
একটি মন্তব্য পোস্ট করুন