ঘুটঘুটে অন্ধকারের দিকে কেউ হেঁটে যাচ্ছে
আমার ছায়া কিনা বোঝার চেষ্টা করি
ছায়ার গায়ে অজস্র জোনাকি লেগে আছে!
ভাবি আমিই কেবল উপহাস্য?
আজকাল অকারণেই তোর জন্য প্রাণ আইঢাই করে
বাতাসও কেমন ভ্যাপসা, সকরুণ
তোর তেষ্টায় পাগল পাগল লাগে
তখন নিজেকে নীতিকথার ঝালচচ্চরি খেতে দেই
স্বপ্নহীনতার দিকে আমার গভীর পক্ষপাত
তাই কোনো আশাবরীই আর ভালো লাগে না
বুঝতেই পারছিস
আমি আমার অতীতকে খুনই করতে চাইছি
একটি মন্তব্য পোস্ট করুন