জোনাকি রঙের চিঠি





আশ্চর্য ভাবে এই বেঁচে থাকার রঙ গড়িয়ে পড়ছে দিনগুলোতে
   এখন খুব অসহ্য লাগে চোখে পুষে রাখা এই নিবিড়তা
অজস্র অপ্রত্যাশিত ঘটনা নুয়ে পড়ছে ক্রমশ





যেসব মুহূর্ত আর কখনও তৈরী হবে না তাদের কাছে ঋণ জমা হচ্ছে এক বৈকালিক সন্ধ্যায়

অভিমান তবুও পাতাদের হলুদ হয়ে আসার চিহ্ন বয়ে চলছে প্রতিটি গাছ





ভাঁজ করা প্রত্যাখ্যান এখনও সতেজ মনে হয়
খুব কাছাকাছি এসেও কথোপকথন হারিয়ে গ্যাছে নড়বড়ে পাটাতনের আঘাতে





আলোকশিখা ম্লান হয়ে আসে অথচ
আক্ষেপ স্রোতে ভেসে ওঠে
আরো কিছু অনুরাগ ক্ষয় হচ্ছে





শ্যাওলাপড়া চিঠিকে লালন করি সাঁকোর কাছে
জমানো নুড়িপাথর ভেঙে যাচ্ছে
ঠিক যতটা এই নামহীন সম্পর্কের বেড়ে ওঠা

নতুন ভোরে শিশিরের মতো অপেক্ষা এক কোণে সাজানো রয়েছে...

                   













সায়ন্তনী হোড়  

Post a Comment

নবীনতর পূর্বতন