সিঁড়ির গল্প



১।

অন্ধ সিঁড়িঘর

          আলোমোছা রং    

রঙকেমনের জানলা

          অস্তাচল খোঁজ

               সকালের রোদ

রোদহারানো ডাকঘর

          নালেখা চিঠি

               মনদোদুল দূর

দূরডাকা যাই

          ফিরে দেখে

               স্থাহ্লাদী আঙুল


 


২।

কান্নাচোঁয়ানো শিশির 

          জলের ঠিকানা

               নদীর গল্প

গল্প নয় গল্পকথা

          গোপন জলসিঁড়ি

               জলস্রোতের চোখ

চোখ নয় চোখসওয়া জল

          সিঁড়ির মুগ্ধতা পেরোয়       

                    বিশ্বাসসেতু


 



৩।

পাশফেরানো মুখ

          ছলাৎছল হাসি

               জলের পলক

পলক নয় পালক

          ঝরা আলোয়

               কিছু অন্ধকারও

অন্ধকার নয় রূপান্তর

          অরূপ চিনে নেয়

               অন্তরকলার রাণু


 

 

 

 





রুণা বন্দ্যোপাধ্যায়, দ্বিভাষিক কবি, গল্পকার, প্রাবন্ধিক ও অনুবাদক। পেশায় বৈজ্ঞানিক, নেশায় সাহিত্য অ্যাডভেঞ্চারিস্ট। কলকাতায় বড় হয়ে উঠলেও ২০ বছর মুম্বাইবাসী শূন্য দশকের কবি। কবিতা, গল্প, অ্যান্থোলজি ও অন্তর্বর্তী পঙ্‌ক্তির খেলাঘরে কুড়ির ঝুড়িঝুড়িতে সাম্প্রতিক সংযোজন Recipe of Possibilities, Pataquerical Ballad (ইংরেজি ও বাংলা), 50mm Magical Moments with a Poet, হেমন্তসন্ধ্যার পাখিরা, আয়নায় আমি, দুষ্টুমির ঝাঁপি, ধীমানের আলোকিত অন্ধকার, বইকুণ্ঠের পথিক ইত্যাদি।

Post a Comment

নবীনতর পূর্বতন