ডেরেক ওয়ালকট 





ভালোবাসা ভালোবাস


একদিন একটা সময় আসবে 
যখন তুমি নিজেই আনন্দে নিজেকে 
বরণ করে নেবে,আপন 
দর্পণ হতে বেরিয়ে এসে 
আলিঙ্গন করবে নিজেকে।
তোমরা নিজেদের দিকে তাকাবে,
 উষ্ণ অভ্যর্থনা করে নেবে 
এবং বলবে বসো এখানে,খাও__
যে তুমি নিজের কাছে অচেনা,তাকে
বলবে খাও ডাল আর ভাত
দাও ফিরিয়ে এই হৃদয় নিজেকে আবার
যে শুধু তোমাকে ভালোবাসে।

সারাজীবন উপেক্ষা করেছ যাকে এর কিম্বা তার জন্য,কিন্তু
যে তোমার পরিপূর্ণ 
চেনা,তাকে ভালোবাসো।
বইয়ের তাক থেকে পেড়ে আনো সব প্রেমপত্র আর ছবি।ছিঁড়ে ফ্যালো সব বিরহকাতর চিরকুট
নিজের আয়নায় এবার দ্যাখো আপন প্রতিমা।
বসো
উদ্জাপন করো তোমার নিজস্ব জীবন উৎসব।




ডেরেক ওয়ালকট

অধ্যাপক কবি ও নাট্যকার ডেরেক ওয়ালকটকে শ্রেষ্ঠতম ক্যারিবিয়ান সাহিত্যিক 
বলা হয়।ডেরেক ওয়ালকট (জন্ম ২৩ জানুয়ারি ১৯৩০, মৃত্যু ১৭ মার্চ ২০১৭) উত্তর ঔপনিবেশিক সাহিত্য আন্দোলনের প্রাণপুরুষ। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯৯২ সালে। তাঁর রচিত কিছু বইয়ের নাম— 'ড্রিম অন মাঙ্কি মাউন্টেন', 'ওমেরস', 'হোয়াইট ইগ্রেট' প্রভৃতি জনপ্রিয়।

Post a Comment

নবীনতর পূর্বতন