এখন উৎসবের মরসুম  

এখন উৎসবের মরসুম  
দেশলাই কাঠিগুলো একটু সামলে রাখো  

এ উৎসবে আগুন জ্বালানো বারণ  
জরিন ফিতায় মুড়ে রাখো তুষানল  
যতক্ষণ না ছাই হয় আবেগ  

এখন উৎসবের মরসুম  
একবার দমকলে খবর দিয়ে রাখো। 






সবাই বিক্রয়যোগ্য?

দেওয়ালে দেওয়ালে বিজ্ঞাপন দেখলাম  
"সব মাথারাই বিক্রয়যোগ্য" 
পাইকারী বাজারে 'মেরুদন্ড' বিকোচ্ছে  
বিশেষ চৈত্র সেলের কায়দায় 
নতুন বছর সমাগত হয়ে এলে 
'ট্রেন্ডিং' হয় গিরগিটির চামড়ার পোষাক 
নতুন বাজারতন্ত্রে বিক্রয়যোগ্যদের লাইন 
উপযুক্ত ক্রেতার অপেক্ষায় 
ভাবছি একবার লাইনে দাঁড়িয়েই দেখি 
যদি উপযুক্ত দাম পাওয়া যায়। 



 

হুমকি সংস্কৃতি 

গাছটাকে ওরা বারংবার হুমকি দিয়েছিল  
অ্যাসিড বৃষ্টি করিয়ে দেবে বাতাসে  
গাছটা সব পাতা ঝরিয়ে ফেলেছিল ভয়ে 
তারপর সে নিতান্তই অর্ধমৃত দারুশিল্প 
আমরা নিবিড় সমবেত জল ঢেলেছি গোড়ায় 
দিয়েছি বিশ্বাস আর সমব্যথী অনুভব 
ধীরে ধীরে পুনর্বার তার সবুজ কোরকোদ্গম 
ধীরে ধীরে তার সুফলা হবার প্রয়াস 
তারপর আবার বারবার দলবেঁধে আসে ওরা 
করাত কলের বর্বর দাঁতাল ভাষা নিয়ে 
যদি এসময় যুথবদ্ধ না হই আমরা দৃঢ় প্রতিজ্ঞায়  
বেড়েই চলবে হুমকি সংস্কৃতি আবহমান।  





নারী 


শুধু জন্মের সময় 
তোমার অমৃতকুম্ভে স্নিগ্ধ অবগাহন 

তারপর অনবরত 
আদিম মুগ্ধতায় রুদ্ধ পানাপুকুরে ডুব । 

 
তোমার হৃদয়ের অচিন গুলবাগিচায় 
লুব্ধ ভ্রমর হারিয়ে ফেলেছে মকরন্দ 

শুধু গোপন মধুশালায় গুমরে মরেছে 
তাদের অতৃপ্ত প্রজন্মের ব‍্যর্থ ইতিবৃত্ত

Post a Comment

নবীনতর পূর্বতন