অবেলায় লালন চাঁদ
পথের উপর খুলে পড়ছে রোদের পলেস্তারা
বর্ণময় মিছিল
স্বরবর্ণের দেশে বিক্ষোভ
আমাদের হাতে হাতে আজও করুণার পাত্র
অশান্ত ঝড়
ঈশ্বর দাঁড়িয়ে আছে একাকী
বারবার মালা জপি। নিষ্ফলা ভাবনা
নস্টালজিক ধারণাগুলো গুছিয়ে রাখি
একঘর বিশ্বাস বুক বরাবর
তবু মাঝে মাঝে ইচ্ছে হয় আত্মহত্যা করি
মহাকাল
রোজনামচা জীবন
সন্ধ্যা ঝুলে আছে সারা বাড়িময়
হাভাতে রাত
রাতের ভেতর মৃত্যু যাত্রা
আঁশটে গন্ধ শহুর পদাতিক
প্রাণ নেই
আয়ু নেই
তবু আকাশ ছুঁয়ে দেখে ভুখা পেট
ঈশ্বর ঈশ্বর
আর কতোকাল এ যন্ত্রণা
বিষাক্ত বীর্যের গন্ধে ভরে ওঠে ক্ষেত
জাস্টিস
অবরুদ্ধ যাত্রা
তবু মৃত্যু আসে একাকী
অনেকেই সঙ্গী হয় ওর
তবু ধর্ষকরা সঙ্গী হয় না আজও
একঘর প্রতিবাদ
সদর রাস্তায় মিছিল। উত্তাল নেটিজেন
জাস্টিস কোথায়
ঈশান কোণে মেঘ
বৃষ্টি নেই
তবু ভিজে যাচ্ছে নদের চাঁদ
যাত্রী
কথার ভেতর সহজ কথা
তবু কথার ভেতর কথার খেলাপ
লজ্জায় মুখ দেখি না
দুঃখে ফাটে বুক
বুকের উপর জগদ্দল পাথর
নিজেকে হাতড়াই
বিষাদ লাগে নিজেকেই
একটি মন্তব্য পোস্ট করুন