হিংস্রসময়
আমি আর আমার ভেতর থাকতে
পারছি না
বেরিয়ে পড়ছি
নিজেকে ভেঙ্গে গুড়িয়ে চৌচির করে
অন্য গ্রহের দিকে
এই পৃথিবী বিষবাষ্পে ছেয়ে গেছে
ভাই রক্ত চাইছে বোন কলিজা
মা সন্তানের মাথা
চিবুচ্ছে
হে হিংস্রসময় তোমার থেকে
মুক্তি পেতে
আরো একটি পৃথিবী
দরকার ....
খিদে
সবকিছু হিসেব রাখার সময়
সব কিছু গুছিয়ে বলার
পুরোনো চিঠিপত্র-বই
এমনকি তোমার হাসি হাসি মুখ
ফেরত দিতে চাই
কারণ
আজকাল আমাকে দেখলে মুখ গোমড়া হয়ে যায়...
যদি আমি
ওই গোমড়া মুখের ভেতর ঢুকে পরি
আর তুমি আমাকে কড়মড়িয়ে চিবিয়ে দিচ্ছ...
ভয় হয়
দ্রুত পাল্টে যাচ্ছে
কথাছিল তোমার সঙ্গে আমার বিচ্ছেদ
কিন্তু এখন যাপটে ধরছি
রাস্তা তবুও পিছনে ফেরার
দিন শেষ হয়ে যাচ্ছে দ্রুত
এখন সন্ধ্যা। সন্দেহ হয়
ভোর হওয়ার আগেই খাঁচায় ঢুকতে পারব তো
মাকড়সা
জালের মিথ্যে বুনতে বুনতে
আটকে গেল
ভেবেছিল এবার মরণ কামড়
ভাগ্যের পরিহাস এখন ঝুলছে
একটি মন্তব্য পোস্ট করুন